Published : 06 Jun 2025, 11:29 PM
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ঝড়ের সময় মাথায় ডাল ভেঙে পড়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার সোনা পাতিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরশেদুল ইসলাম রিন্টুর বাড়ি সোনা পাতিল গ্রামে। তিনি সোনা পাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
স্থানীয়রা বলেন, রাত ৯টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হয়। এর মধ্যে ওই শিক্ষক তাড়াশ সদর থেকে মোটর সাইকেল যোগে তাড়াশ- সলঙ্গা আঞ্চলিক সড়ক ধরে বাড়িতে ফিরছিলেন। সোনাপাতিল ব্রিজের কাছে পৌঁছালে গাছের ডাল তার মাথার ওপর ভেঙে পড়ে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আপেল মাহমুদ বলেন, “ঈদের একদিন আগে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা গভীর শোকাহত।”