Published : 11 Jun 2025, 11:24 AM
সাভারে স্ত্রীকে ভিডিও কলে রেখে এক ব্যক্তি সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ ও তার স্বজনরা জানিয়েছেন।
পারিবারিক কলহের জেরে সোমবার রাতে সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে ওই বাসা থেকে ৪৫ বছর বয়সী খলিলুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বলে সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা জানান।
খলিলুর ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গর এলাকার আব্দুল জলিলের ছেলে।
তিনি রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বেসরকারি হাসপাতালের পরিচালক (মার্কেটিং) হিসেবে কর্মরত ছিলেন।
ভাড়া বাসায় থেকে তিনি তার কর্মস্থলে যাতায়াত করতেন।
মৃত খলিলুর রহমানের স্ত্রী খুশবু রহমান বলেন, পারিবারিক কলহের জেরে তিনি সোমবার তার বাবার বাড়ি ধামরাই চলে যান। পরে গভীর রাতে খলিলুর তাকে ভিডিও কল দেয়।
পরে তাকে ভিডিও কলে রেখেই সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে বিষয়টি তিনি সবাইকে জানান।
খবর পেয়ে পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার স্বামীর মরদেহ উদ্ধার করে বলে জানান খুশবু।
ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।