Published : 14 Aug 2023, 10:32 PM
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাবাকে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার জিনোদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ।
নিহত ব্যক্তির নাম লিল মিয়া (৭৫), তাকে হত্যার অভিযোগে আটক ছেলের নাম জসিম (৪০)।
স্বজনদের বরাত দিয়ে পরিদর্শক সোহেল আহমেদ বলেন, “লিল মিয়ার ছেলে জসিম মানসিক ভারসাম্যহীন। সোমবার দুপুরে লিল মিয়া জমিতে পাট কাটকে যাওয়ার সময় জসিমকে সহযোগিতা করতে বলেন।
“এ নিয়ে ছেলের সঙ্গে লিল মিয়ার বাকবিতণ্ড হয়। এর জেরে ধান ভানার কাজে ব্যবহৃত স্থানীয়ভাবে ছিয়াইট নামে পরিচিত ভারি বস্তু দিয়ে জসিম তার বাবার মাথায় আঘাত করেন।”
পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে লিল মিয়ার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এই ঘটনায় ছেলে জসিমকে আটক করেছে পুলিশ।
মরদেহ ময়নাতদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।