Published : 26 May 2025, 01:15 PM
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় তিন ডাকাতকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, আগের রাতে জেলা গোয়েন্দা পুলিশ সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার রহিমপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে সাব্বির, আব্দুল হামিদ সরকারের ছেলে সিহাব সরকার ও ইমান আলী শেখের ছেলে জাহাঙ্গীর আলম।
তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার ডাকাতদের আদালতে তুলে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সুপার বলেন, গত ২০ মে রাত ৮টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে ‘আল ইমরান’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরে যাচ্ছিল। পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল, আশুলিয়া থেকে কিছু যাত্রী ওঠে। প্রায় ৯ থেকে ১০ জন নারীসহ মোট ৩৮ জন যাত্রী নিয়ে বাসটি রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা অতিক্রম করে। যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কয়েক কিলোমিটার যাওয়ার পর যাত্রীবেশে থাকা ৮ থেকে ১০ জন ডাকাত ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নেয়।
“পরে প্রত্যেক যাত্রীকে তল্লাশি করে মোবাইল ফোন, নগদ টাকা, সোনা ও অন্য মালামাল লুট করে। তারা বাসটি নিয়ে সাভারের চন্দ্রা-আশুলিয়া পর্যন্ত যায়। রাতভর কয়েকবার বাসটি নিয়ে ওই এলাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত চক্কর দেয়। পরে ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় বাসটি রেখে ডাকাতদল চলে যায়।”
গোয়েন্দা পুলিশসহ একাধিক পুলিশের দল তথ্য-প্রযুক্তি ব্যবহার করে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে জানান পুলিশ সুপার মিজানুর রহমান।
ডাকাতদের কাছ থেকে যাত্রীদের লুট হওয়া নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও ১৯টি মোবাইল ফোন উদ্ধারের খবরও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবার বাসে ডাকাতি, নারীর 'শ্লীলতাহানি'