Published : 19 Dec 2024, 03:49 PM
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসি পরীক্ষার রুটিনে পাহাড়ের প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’র দিনেও পরীক্ষা রাখার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা প্রেসক্লাবে সামনে আয়োজিত মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোতোষ ত্রিপুরা বলেন, “প্রতিবছর ১২ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় রীতি-নীতি মেনে পার্বত্য চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বৈসাবি উৎসব পালিত হয়।
কিন্তু ২০২৫ সালের এপ্রিল মাসের ১৩ ও ১৫ তারিখ পরীক্ষা রেখে এসএসসি পরীক্ষার রুটিন ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।
“এতে দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সামনে রেখে অংশগ্রহণকারী পাহাড়ি শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে তাদের নিজ নিজ উৎসব পালন করার সুযোগ পাবে না।”
কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক পিন্টু চাকমা বলেন, “নতুন তারিখ নির্ধারণ করে পুনরায় এসএসসির রুটিন প্রকাশ করতে হবে। একই সাথে বৈসাবি উৎসবের সময় পার্বত্য চট্টগ্রামের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ দিনের সরকারি ছুটি ঘোষণা দিতে হবে।”
পরে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেয় আন্দোলনকারীরা।
চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সভাপতি ধনঞ্জয় ত্রিপুরায় সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন এসএসসি পরীক্ষার্থীদের প্রতিনিধি অনিন্দা চাকমা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের আহ্বায়ক মায়াসিং চৌধুরী।