Published : 12 May 2025, 07:29 PM
পাবনার ভাঙ্গুড়া উপজলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ।
রোববার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওয়াজ উদ্দিন জানান।
ওয়াজ উদ্দিন বলেন, “দুর্বৃত্তরা বিএনপির কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে বিএনপি অফিস কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।”
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মোজাম্মেল হক মোজাম বলেন, “অষ্টমনিষা একটি শান্তি প্রিয় এলাকা। এখানে এ ধরনের কার্যকলাপ মোটেও কাম্য নয়।”
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
ঋাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, “ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”