Published : 28 May 2025, 02:46 PM
নরসিংদীতে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
অভিযানের তৃতীয় দিন বুধবার বেলা ১১টা থেকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ।
অভিযানে নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী হাকিম রাফিউর রহমানসহ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, প্রভাবশালী বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও মহল দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাশে ও পুরাতন মদনগঞ্জ রেলপথের পাশের রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে মার্কেট, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলেন।
রেলওয়ে কর্তৃপক্ষ দফায় দফায় এসব স্থাপনা উচ্ছেদ করলেও আবার স্থাপনা গড়ে তোলেন দখলদাররা। এতে রেলওয়ের পাশের সড়কগুলো সরু হয়ে চলাচলে বিঘ্ন ঘটাসহ পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হয়।
রেলওয়ে কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ বলেন, একাধিক নোটিস ও প্রচারণার পরও এসব অবৈধ স্থাপনা যথাসময়ে সরিয়ে না নেওয়ায় পর্যায়ক্রমে অভিযান শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ।
অভিযানের তৃতীয় দিন শহরের বাসাইল এলাকার শাপলা চত্বর ও আরশীনগর রেলক্রসিং এলাকায় অবৈধভাবে নির্মাণ করা পাকা, আধা পাকা ও টিনসেড ঘর ও দোকানপাটসহ অস্থায়ী সব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
রেলওয়ের জমিতে গড়ে তোলা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান নাসির উদ্দিন মাহমুদ।