Published : 25 Oct 2024, 02:38 PM
রাজবাড়ীর কালুখালী উপজেলায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের মোহনপুর গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার।
আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার জানান, ওই গ্রামের মতিন মণ্ডলের ধান ক্ষেতে মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, এক সপ্তাহ আগে ওই নারীকে হত্যার পর কেউ ধান ক্ষেতে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তদন্ত শেষে মৃত্যুর আসল কারণ বলা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।