Published : 19 Apr 2024, 06:24 PM
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় কভার্ড ভ্যান থেকে প্রায় ৫ টন কফি পাউডার জব্দ করেছে পুলিশ। একইসঙ্গে যানটির চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার মোহাম্মদপুর এলাকা থেকে কভার্ড ভ্যানসহ কফিগুলো জব্দ করা হয় বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নাজিম উদ্দিন জানান।
পরে সেগুলো তাদের কার্যালয়ে নিয়ে রাখা হয়।
জব্দ কফিগুলো মিয়ানমার থেকে নৌপথে অবৈধভাবে আনা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ওসি নাজিম উদ্দিন জানান, বৃহস্পতিবার বিকালে হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের জনতার ঘাট থেকে দুটি কভার্ড ভ্যান জেলা শহর মাইজদীর দিকে রওনা হয়। গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা কভার্ড ভ্যান দুটিকে ধাওয়া করে।
তখন একটি ভ্যান নিয়ে চালক পালিয়ে গেলেও অন্যটি নিয়ন্ত্রণ হারিয়ে সুবর্ণচরের মোহাম্মদপুর এলাকায় এসে সড়কের পাশে খাদে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ প্রায় ৫ টন কফির পাউডারসহ কভার্ড ভ্যানটি জব্দ করে।
এ সময় চালক ও তার সহকারী কফিগুলোর চালানের কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি বলে জানায় জেলা গোয়েন্দা পুলিশ।
পুলিশের ধারণা, শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে নৌপথে এসব কফি পাউডার বাংলাদেশে আনা হয়েছে। এগুলো হাতিয়ার জনতার ঘাট থেকে ঢাকার দিকে নেওয়া হচ্ছিল।
এ বিষয়ে কভার্ড ভ্যানের চালক ও তার সহকারীকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি নাজিম উদ্দিন।