Published : 31 May 2025, 06:48 PM
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি মহানগর স্বেচ্ছাসেবক লীগের এক নেতা মারা গেছেন।
শনিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান।
মৃত মো. ইমাম হোসেন বাচ্চু (৪৪) কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। তিনি নগরীর মোগলটুলি এলাকার বাসিন্দা।
কুমিল্লা কারাগার কর্তৃপক্ষ জানায়, সকালে বুকে ব্যাথা উঠলে বাচ্চুকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক সকাল ৯টা ২০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, বাচ্চুর বিরুদ্ধে দুটি হত্যা, হত্যাচেষ্টাসহ মোট চারটি মামলা রয়েছে। তাকে ৩০ মার্চ কোতোয়ালি মডেল থানার পুলিশ গ্রেপ্তার করে।