Published : 03 Jul 2025, 06:15 PM
নেত্রকোণার কেন্দুয়ায় হাওর থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক তরুণের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর গ্রামের সামনের হাওর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান।
মৃত ব্যক্তির বয়স ২০ থেকে ৩০ বছর বলে ধারণা পুলিশের।
ওসি বলেন, “ধারণা করছি ৩ থেকে ৪ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে বস্তায় ভরে ইট বেঁধে হাওরের পানিতে ফেলে যায়। দুপুরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
“নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির পাশাপাশি লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
এ হত্যায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনাসহ নিহত তরুণের পরিচয় জানতে পুলিশ কাজ করছে বলেন ওসি মিজানুর জানান।