Published : 23 Apr 2025, 06:39 PM
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বাড়ির পাশে খেলাধুলার সময় নিখোঁজের পাঁচ দিনেও খোঁজ মেলেনি আট বছরের এক শিশুর।
একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় স্বজনরা। এ ঘটনায় থানায় জিডিসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো সন্ধান মিলছে না। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়েছে।
গত শুক্রবার বিকালে উপজেলার আলমপুর ইউনিয়নের শ্যাওলাপাড়া গ্রামে বাড়ির পাশ থেকে ওই শিশু নিখোঁজ হয় বলে জানান ক্ষেতলাল থানার ওসি দীপেন্দ্রনাথ সিংহ।
নিখোঁজ কাফি খন্দকার ওই গ্রামের সঞ্চয় খন্দকারের ছেলে। সে নশিরপুর দৌলতগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্বজনরা জানান, প্রতিদিনের মতো ঘটনার দিন বিকালে কাফি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। সন্ধ্যার আগে অন্য শিশুরা বাড়ি ফিরলেও কাফি ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জোসনা খাতুন বলেন, “কাফি নিখোঁজের পরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। তাকে না পেয়ে গ্রামের প্রতিটা বাড়ি তল্লাশি করা হয়েছে। তারপরও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। থানায় জিডি করা হয়েছে।
“একটা বাচ্চা খুঁজে বের করতে প্রশাসনের এত সময় লাগে? পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, দ্রুত বাচ্চাটিকে উদ্ধার করার জন্য।”
কাফিকে উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছে তার পরিবার ও এলাকাবাসী।
ওসি দীপেন্দ্রনাথ সিংহ বলেন, নিখোঁজ কাফিকে উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছেন। পাশাপাশি র্যাবসহ দেশের বিভিন্ন থানায় বিষয়টি জানানো হয়েছে। সবাই চেষ্টা করছেন।