Published : 10 May 2025, 12:13 AM
ফরিদপুরের ভাঙ্গায় জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ভাঙ্গা ঘারুয়া ইউনিয়নের বামুনকান্দা এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয় বলে ভাঙ্গা রেলওয়ে জংশনে দ্বায়িত্বরত এসআই খাইরুজ্জামান শিকদার জানান।
ভাঙ্গা রেল স্টেশনের পয়েন্টস ম্যান মারুফ হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটির খুলনা পৌঁছানোর কথা ছিল রাত ১১টা ৪০ মিনিটে। কিন্তু সাড়ে ৯টার দিকে ভাঙ্গা জংশনের কাছে ‘সিগন্যালের ভুলে’ জন্য ইঞ্জিন ও লাগেজ বগি লাইনচ্যুত হয়। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এসআই খাইরুজ্জামান বলেন, ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হওয়ায় ওই রেলসড়কে চলাচল বন্ধ রয়েছে। পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারের পর চলাচল স্বাভাবিক হবে।