Published : 16 May 2024, 09:10 PM
গাইবান্ধা সদর উপজেলায় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি, তিনি ‘হিট স্ট্রোকে’ মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার লক্ষ্মীপুর হাটে এ ঘটনা ঘটে বলে জানান সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ আর এম মাহফুজার রহমান।
মৃত শ্রী রবি চন্দ্র সরকার (৩৫) কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামের ফনিভূষণ সরকারের ছেলে। স্থানীয় নুরপুর বাজারে তার একটি মুদি দোকান আছে।
ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান জানান, রবি চন্দ্র দোকানের মালামাল আনার জন্য পার্শ্ববর্তী লক্ষ্মীপুর হাটে যান। সেখানে মালামাল ক্রয়ের এক পর্যায়ে প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন।
রবি চন্দ্র পাশের একটি রেস্তোরাঁয় গিয়ে ফ্যান চালু করার কথা বলে বসে পড়েন; কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তিনি মারা যান বলে জানান ইউপি চেয়ারম্যান।