Published : 04 Apr 2025, 04:52 PM
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সালেকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় শুক্রবার দুপুরে ভূরুঙ্গামারী বাজার থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন রুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ।
৩৪ বছর বয়সী সালেকুর রহমান উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
ওসি আল হেলাল মাহমুদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৪ অগাস্ট ভূরুঙ্গামারীতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে। সে মামলায় সালেকুরকে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।