Published : 10 May 2025, 01:06 AM
ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী একটি কনটেইনার ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের পৈরতলা লেবেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে কর্মকর্তারা বলছেন, ট্রেনটি উল্টে গিয়ে ঢাকামুখী আপলাইন থেকে চট্টগ্রাম অভিমুখী ডাউন লাইনে গিয়ে পড়ে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুস সাকির বলেন, পৈরতলা লেবেল ক্রসিং এলাকায় ট্রেনটির একটি বগি ট্রলি থেকে উল্টে পাশের চট্টগ্রাম অভিমুখী ডাউন লাইনে পড়েছে।
“এতে ঢাকামুখী আপ লাইন ও চট্টগ্রাম অভিমুখী ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।“
বগি উল্টে যাওয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেনটির সামনের অংশ সরিয়ে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মহানগর এক্সপ্রেস ট্রেনটি দৌলতকান্দি থেকে রাত সোয়া ১২টায় পাশ্ববর্তী ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে এসে আটকা পড়ে।
আব্দুস সাকির বলেন, “উল্টে পড়া বগি সরাতে উদ্ধারকারী ট্রেন আখাউড়া জংশন থেকে রওনা হয়েছে।”
তবে রাত দেড়টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত এ রেলপথে যোগাযোগ স্বাভাবিক হয়নি।