Published : 17 Feb 2025, 11:51 PM
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দুঃস্থ মানুষের চাল কালোবাজারে বিক্রির দায়ে এক ছাত্রদল নেতাকে লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা সদরের বড়বাজার থেকে তাকে গ্রেপ্তার করে সেনা সদস্যরা। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা করা হয় বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম জানান।
জরিমানাপ্রাপ্ত এমদাদুল ইসলাম রকি (৩৪) উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং দাশপাড়া গ্রামের মো. নুরুল ইসলাম মিয়ার ছেলে। তিনি ওএমএস চালের ডিলার।
ভ্রাম্যমাণ আদালত জানায়, ডিলার রকি বড়বাজার আইএফআইসি ব্যাংক সংলগ্ন একটি দোকানে তিন দিন ধরে ৩০ টাকা কেজি দরে ওএমএসের চাল বিক্রি করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে সেনাবাহিনী তাকে আটক করে। এ সময় সেখান থেকে ওএমএসের ২৫০ কেজি চাল জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, জরিমানার পাশাপাশি রকির লাইসেন্সও বাতিল করা হয়েছে।