Published : 31 Jul 2024, 09:26 PM
কোটা সংস্কার আন্দোলনে হত্যার বিচারসহ হামলা, গ্রেপ্তার ও হয়রানীর প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার দুপুর ১টার দিকে শহরে ‘মার্চ ফর জাস্টিস’ স্লোগানে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
শতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে নরসিংদী আদালতের দিকে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় কোর্ট রোডের সদর উপজেলা মোড়ে পুলিশি বাধার মুখে পড়ে মিছিলটি। পরে শিক্ষার্থীরা সেখানেই কিছুক্ষণ অবস্থান নিয়ে ‘মার্চ ফর জাস্টি ‘ স্লোগান দেন। স্লোগান দিতে দিতে ফিরে যান তারা।