Published : 07 May 2025, 05:01 PM
আম গাছের ডাল বাড়ির সীমানার বাইরে চলে যাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে নোয়াখালীর সেনবাগে প্রতিবেশীদের পিটুনিতে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার সকালে উপজেলার কশোরপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া ক্লাবঘর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সেনবাগ থানার ওসি মিজানুর রহমান।
নিহত আবুল কাশেম (৬৫) ওই এলাকার প্রয়াত আবুল হাশেমের ছেলে। আবুল কাশেমের তিন মেয়ে; তাদের বিয়ে হয়ে যাওয়ায় বাড়িতে আবুল কাশেম ও তার স্ত্রীই থাকতেন।
নিহতের স্বজনদের বরাতে ওসি মিজানুর রহমান বলেন, মঙ্গলবার বিকালে কাশেমকে তার আম গাছের ডাল বাড়ির সীমানার বাইরে চলে গেছে বলে গালি দেন প্রতিবেশী হানিফ। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটিও হয়।
বুধবার সকাল ৬টার দিকে কাশেম হাঁটতে বের হন। তখন আগের দিনের ঘটনার জের ধরে হানিফ, তার ভাই মিঠু, হোরণ ও টিটু তাকে বেধড়ক পিটুনি দেয় এবং গুরুতর আহত অবস্থায় সড়কে ফেলে যায়।
সেখানে আবুল কাশেমের কান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। তখন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করনে।
ওসি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।