Published : 11 Jun 2025, 06:52 PM
সিরাজগঞ্জের রায়গঞ্জ-উল্লাপাড়া দিয়ে প্রবাহিত ফুলজোড় ও এর শাখা নদী থেকে নারী-শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে লাশ দুটি উদ্ধার করা হয় বলে নিহতদের স্বজন ও পুলিশ জানায়।
নিহতরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি (চন্দ্রপাড়া) এলাকার রামকৃষ্ণ সাহার স্ত্রী পলি রাণী সাহা (৫০) ও উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের আব্দুল মোমিনের ছেলে সাব্বির হোসেন (৭)।
স্বজন ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মন্দিরের পাশে ফুলজোড় নদীর ঘাট থেকে পলি রাণী সাহা নিখোঁজ হন। পরে স্বজনরা তার সন্ধানে এলাকায় মাইকিং করেন। বুধবার সকালে রায়গঞ্জ উপজেলার সিমলা গ্রামের ফুলজোড় নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের পর লাশের পরিচয় শনাক্ত করে বাড়ি নিয়ে যান।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি কেএম মাসুদ রানা বলেন, স্বজনরা জানিয়েছেন, পলি রাণী মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহ উদ্ধারের পর স্বজনরা বাড়ি নিয়ে গেছেন।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিরাজগঞ্জ নৌ-পুলিশকে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান মাসুদ রানা।
অন্যদিকে, বুধবার দুপুরে উল্লাপাড়া উপজেলার শ্রীকোলার আরতেতুলিয়া এলাকা দিয়ে প্রবাহিত ফুলজোড় নদীর শাখা নদী থেকে সাত বছর বয়সি শিশু সাব্বির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
সাব্বিরের চাচা সাদ্দাম হোসেন বলেন, তার ভাই আব্দুল মোমিনের ঈদ উদযাপন করতে পরিবার-পরিজন নিয়ে শ্রীখোলায় শ্বশুরবাড়ি গিয়েছিলেন। বুধবার বেলা ১১টার দিকে সাব্বির তার নানির সঙ্গে বাড়ির পাশে নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা ৩ ঘণ্টার চেষ্টার পর শিশু সাব্বিরের মরদেহ উদ্ধার করেন।