Published : 18 Sep 2024, 04:48 PM
ফরিদপুরে পাঁচ বছর আগে সাদ্দাম হোসেন নামে বাস চালকের এক সহযোগীকে হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন বলে আদালদের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ছানোয়ার হোসেন জানান।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন-ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মো. সিদ্দিক মোল্যার ছেলে মো. জনি মোল্যা (৩০), একই এলাকার শাহীন হাওলাদারের ছেলে মো. মেহেদী আবু কাওসার (২৫), শহরের গোয়ালচামট এলাকার সালাম মোল্যার ছেলে মো. রবিন মোল্যা (২৫), রথখোলা এলাকার অনিল রবিদাসের ছেলে রাজেস রবিদাস (৩০) ও সালথা উপজেলার রসুলপুর এলাকার নজরুল হোসেন মাতুব্বরের ছেলে সাজ্জাদ হোসেন মাতুব্বর (৩০)।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে পুলিশের পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়। সাজার পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।
মামলার বিবরণে বলা হয়, ২০১৯ সালের ২৪ অক্টোবর ভোরে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা এলাকায় নিউ নূপুর পরিবহনের একটি বাসের ভতর থেকে সাদ্দাম শেখ নামে পরিবহনটির এক হেলপারের হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরদিন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
তদন্ত শেষে ২০২০ সালের ২৩ নভেম্বর পুলিশ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার কাজ শুরু করে আদালত।