Published : 09 Mar 2024, 03:36 PM
ফরিদপুরে ‘জালিয়াতির’ মাধ্যমে চাচাতো ভাই-বোনের সম্পত্তি দখলের পর মিথ্যা মামলা দিয়ে জমির মালিকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
শনিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার দক্ষিণ চরমাধবদিয়ায় তালতলা বেড়িবাঁধ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রশিদ খান, লতিফ খান ও ওসমান খান তিন ভাই। তার মধ্যে লতিফ খানের ছেলে চরমাধবদিয়া এলাকার বাসিন্দা লুৎফর রহমান নান্নু খাঁ।
তিনি তার চাচাতো ভাই-বোনদের ওয়ারিশদের জমি দখল করে তাদের ভিটাচ্যুত করছেন।
ভুক্তভোগী পরিবারের সদস্য মাজেদা বেগম বলেন, “স্বামীর মৃত্যুর পরে জমিজমা বের করে দেওয়ার কথা বলে কৌশলে কাগজপত্র নিয়ে স্বামীর ভিটা বাড়ির জমি নিজের নামে রেকর্ড করে নিয়েছেন নান্নু খাঁ।“
লিলি বেগম নামে আরেকজন বিধবা নারী বলেন, তার ভিটার জমি জালিয়াতি করে রেকর্ড করে নেওয়ার পর টাকা পয়সা খরচ করে সেই জমি ছাড়িয়ে নেন। এরপর নান্নু খাঁ তাকে ও তার মেয়েকে মারধর করে হাত ভেঙে দেন ।
মানববন্ধনে রাজু শেখ নামে এক চাকরিজীবী বলেন, “নান্নু খাঁ আমার বিরুদ্ধে তিনটি চাঁদাবাজি মামলাসহ ছয়টি মামলা দিয়েছেন।
“ক্যান্সার আক্রান্ত আমার বাবার লাস্ট স্টেজ চলছে। আমি নিজেই মৃত্যুপথযাত্রী বাবার সেবা করছি। সেই অবস্থায় আমার বিরুদ্ধে এসব মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।”
আরেক ভুক্তভোগী বাদশা হোসেন বলেন, দুই বছর আগে তার ফসলি জমিতে খুঁটি গেড়ে নান্নু খাঁ দখল করে নেন। তিনি আমিন এনে জমি মেপে কথা বলার পরে দেখা যায়, উলটো তিনি আরও বেশি জমি পাবেন। এ অবস্থায় নান্নু খাঁ মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছেন।
মানববন্ধনে হাশেম খাঁ নামে আরেক ব্যক্তি বলেন, “প্রতিবেশী এক দাদার নিকট থেকে আমার বাবা জমি কিনেন। সেই জমির ১৪ শতাংশের মধ্যে মাটি ফেলে গাছ লাগিয়ে নান্নু খাঁ দখল করে নিয়েছে।”
এলাকাবাসীর দাবি, নান্নু খাঁ রাজনৈতিকভাবে কোনও পদ পদবিতে নেই তবে ফরিদপুর জেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে একসময় সুসম্পর্ক ছিল, তার জোরেই তিনি এসব করছেন।
মানববন্ধনে ভুক্তভোগীরা এসবের প্রতিকার দাবি করেন।
এ ব্যাপারে লুৎফর রহমান নান্নু খাঁর কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “দক্ষিণ চরমাধবদিয়ার তালতলা এলাকায় আমার জমি উলটো জোর করে দখল করে রেখেছে প্রতিপক্ষ। এর প্রতিবাদ করায় আমার নামে মিথ্যা মামলা করে হয়রানি করা হচ্ছে।”