Published : 03 Aug 2024, 04:46 PM
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় উল্টে পথে চলা বাস একটি অটোরিকশাকে চাপা দিলে মা-ছেলেসহ একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক মহাসড়কের দোকান ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন।
নিহতরা হলেন, দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির সিএনজিচালিত অটোরিকশার চালক জসিম উদ্দিন (৫৫) ও তার মা তাহেরা বেগম (৭৫) এবং তার জেঠাতো ভাই সলিমুল্লার স্ত্রী কহিনুর বেগম (৪৫)।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, সকালে ফেনী থেকে স্টার লাইন পরিবহনের একটি বাস লক্ষীপুরে যাচ্ছিল। পথে বাসটি বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক মহাসড়কের দোকান ঘর এলাকায় পৌঁছালে সড়কের একপাশ সরু থাকায় বাসটি উল্টো পথে ঢুকে পড়ে।
“পরে বেপরোয়া গতির বাসটি সিএনজিচালিত অটোরিকশাটিকে সামনে থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে বাসের নিচে চলে যায়। ঘটনাস্থলেই অটোরিকশাটির চালক ছেলে-মা ও তাদের আত্মীয় আরেক নারী মারা যান।
ওসি আরও বলেন, দুর্ঘটনাস্থল থেকে পুলিশ বাস ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে ঘটনার পরপরই বাস চালক পালিয়ে যায়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।