Published : 17 May 2025, 03:33 PM
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
শনিবার সকাল ৯টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন বলে জানান গাজীপুর শিল্প পুলিশ-২ টঙ্গী অঞ্চলের পরিদর্শক ইসমাইল হোসেন।
পরে তিন ঘণ্টা পর বেলা ১২টার দিকে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয় বলে জানান তিনি।
পুলিশ ও শ্রমিকরা জানান, বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানায় দেড় হাজারের বেশি শ্রমিক কাজ করেন। এখনও এপ্রিলের বেতন পাননি শ্রমিকরা। এ নিয়ে তারা ক্ষুব্ধ ছিলেন।
প্রতিদিনের ন্যায় শনিবার সকালে কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা। কিন্তু কাজে যোগদান না করে সকাল ৯টার দিকে কারখানা থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা।
শিল্প পুলিশের পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, “শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে বেলা ১২টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।”