Published : 30 May 2024, 01:29 PM
দিনাজপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া পাঁচ মিনিটের কালবৈশাখীর তাণ্ডবে ঘরবাড়ি-গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে সড়কে পড়ে থাকা গাছ সরিয়ে যোগাযোগ স্বাভাবিক করা গেলেও বিদ্যুৎ সরবরাহ সচল হয়নি।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বুধবার রাত ১টা ৪১ মিনিট থেকে ১টা ৪৬ মিনিট পর্যন্ত জেলায় কালবৈশাখী ঝড় বয়ে যায়। এ সময় ঝড়ের গতিবেগ ছিল ৫০ থেকে ৬০ কিলোমিটার।
কালবৈশাখীতে শহরের বিভিন্ন এলাকার সড়কে গাছ-ডালপালা এবং বিদ্যুতের কয়েকটি খুঁটিও ভেঙে পড়ে। এতে দিনাজপুর শহরের বিভিন্ন এলাকাসহ দিনাজপুর-বোচাগঞ্জ এবং দিনাজপুর-কাহারোল সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ভোর থেকেই এসব গাছ সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। সকাল ৯টার মধ্যে ওইসব সড়কে যোগাযোগ স্বাভাবিক হয়ে যায়।
ঝড়ের সময় দিনাজপুর গোর-শহীদ বড় ময়দান ও এর আশেপাশের এলাকায়ও বেশ কিছু গাছ ভেঙে সড়কে উপড়ে পড়ে।
জেলা ত্রাণ কর্মকর্তা আনিসুর রহমান বলেন, সদর, কাহারোল বিরল ও চিরিরবন্দর উপজেলার ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে ঝড় বয়ে গেছে।
“এসব এলাকায় সাড়ে নয়শ ঘর এবং সাড়ে চার হাজার গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।”
তিনি বলেন, ঝড়ের তাণ্ডবে গাছ পড়ে বিদ্যুৎ সরবরাহ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। সরবরাহ লাইন সংস্কারে কাজ করছে বিদ্যুৎবিভাগ।