Published : 27 May 2025, 05:04 PM
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৯ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ।
মঙ্গলবার ভোর রাতে উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দেওয়া হয় বলে মুজিবনগর থানা ওসি মিজানুর রহমান জানান।
সীমান্ত পার হয়ে উপজেলার কেদারগঞ্জ বাজারে এলে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে। পরে সেখানে বিজিবি সদস্যরাও যান।
আটকদের মধ্যে বিভিন্ন বয়সী নয়জন শিশু, পাঁচজন নারী এবং পাঁচজন পুরুষ আছে।
তারা হলেন- কুড়িগ্রাম ভুরুঙ্গমারি থানার কাঠগিরি গ্রামের আব্দুল জলিলের মেয়ে মোমেনা খাতুন, তার তিন ছেলে মোজাম্মেল হক (২৩), মোস্তাক আহমেদ (১৯) ও এক কিশোর (১১), নাগেশ্বরী উপজেলার জয়মঙ্গল ১১ মাথা গ্রামের জালাল উদ্দিনের ছেলে মইনুল ইসলাম, তার স্ত্রী কাঞ্চন বেগম এবং তাদের শিশু ও কিশোর তিন ছেলেমেয়ে, লালমনিরহাট জেলার সদর থানার চুঙ্গগাড়া গ্রামের মৃত গনেশ চন্দ্র পালের ছেলে নিতাই চন্দ্র পাল, তার স্ত্রী গীতা রানী পাল এবং তাদের তিন শিশু-কিশোর ছেলেমেয়ে, কুড়িগ্রামের ফুলবাড়ী থানার কুঠিচন্দ্র খানা গ্রামের খলিলের ছেলে আমিনুল ইসলাম, স্ত্রী পারুল এবং তাদের দুই শিশু-কিশোর ছেলেমেয়ে।
তাদের সঙ্গে কথা বলে সাংবাদিকরা জানতে পেরেছেন, তারা সবাই বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময়ে কাজের সন্ধানে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। হরিয়ানা রাজ্যে তারা বসবাস করতেন। ছয়-সাত দিন আগে তাদেরকে হরিয়ানা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আটক করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগারে নেওয়া হয়।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, “তারা সীমান্ত পার হয়ে কেদারগঞ্জ বাজারে বিআরটিসি কাউন্টারে অবস্থান করেছিল। খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”