Published : 02 Mar 2025, 09:37 PM
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সাবেক এক সেনা সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা প্রায় ১১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি ভুক্তভোগীদের।
ঘটনার পরদিন রোববার দুপুরে ওই সেনা সদস্যের ছেলে সৈয়দ আদনান আজাদ থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান বোয়ালমারী থানার ওসি মো. মাহামুদুল হাসান।
বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা সদস্য প্রয়াত সৈয়দ আবুল কালাম আজাদ বোয়ালমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আব্দুর রহমান বাশারের সেজো ভাই। তারা উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামে একই বাড়িতে বসবাস করেন।
পুলিশ জানায়, শনিবার রাতে ডাকাতরা বাড়ির গেইটের তালা ভেঙে ভেতরে ঢুকে আবুল কালামের স্ত্রী রেবা বেগমসহ দুই নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৪০ হাজার টাকা, স্বর্ণালংকার, টিভি, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
থানার দেওয়া অভিযোগ থেকে জানা গেছে, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুর রহমান বাশারসহ তারা ছয় ভাই জয়পাশা গ্রামে পাশাপাশি তিনটি বাড়িতে বসবাস করেন। প্রতিদিনের ন্যায় শনিবার রাতে সাবেক সেনা সদস্য আবুল কালাম আজাদের স্ত্রীসহ দুই নারী বাড়িতে ঘুমিয়ে পড়েন।
এক পর্যায়ে ডাকাত দল গেইটের তালা ভেঙে ভিতরে ঢুকে বাড়িতে থাকা রেবা বেগমসহ দুইজনকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১১ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।
খবর পেয়ে রোববার সকালে ওসি মাহামুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুরে আবুল কালামের ছেলে আদনান আজাদ থানায় লিখিত অভিযোগ দেন।
আদনান আজাদ বলেন, “আমি ঢাকায় থাকি। মা এক ফুফুকে নিয়ে বাড়িতে থাকেন। রাতে খাওয়া-দাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে ১০ থেকে ১২ জন ভিতরে প্রবেশ করে তাদের বেঁধে রেখে স্টিলের আলমারি, কাঠের আলমারি, বাক্স ভেঙে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়; যার মূল্য ১০ লাখ ৯৯ হাজার ২০০ টাকা।”
ডাকাতরা একটি মাইক্রোবাসে করে এসেছিলেন বলে মায়ের কাছ থেকে জানতে পেরেছেন তিনি।
ওসি মাহামুদুল হাসান বলেন, ডাকাতির ঘটনায় মামলা হবে। আসামিদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।