Published : 12 May 2025, 07:46 PM
কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা গুলি করে বাংলাদেশি তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার দুপুরে উপজেলার লেদা সীমান্ত সংলগ্ন নাফ নদে এ ঘটনা ঘটে বলে জানান হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল হুদা।
অপহৃত জেলেরা হলেন- হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়ার বাসিন্দা সিদ্দিক হোসেন (২৭), একই এলাকার রবিউল আলম (২৭) এবং মাহমুদ হোসেন (৩০)।
ইউপি সদস্য নুরুল হুদা বলেন, “নাফ নদে মাছ শিকারে যাওয়া তিন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। একই দিন সকালে মাছ শিকারে গেলে আরাকান আর্মি জেলেদের দেখতে পেয়ে গুলি চালায়।
“পরে তাদের ধাওয়া করে আটক করে নিয়ে যায় তারা। এ ঘটনার পর থেকে দুশ্চিন্তায় রয়েছে তিন জেলে পরিবার।”
তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছেন বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।