০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২
“প্রথমে অস্বীকার করলেও সরকার পরবর্তী সময়ে করিডর নিয়ে আলোচনা চালাচ্ছে। কাতারেও আলোচনা করছে,” বলেন তিনি।
বর্তমান অন্তর্বর্তী সরকার ঔপনিবেশিক সরকারে পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ড. ইউনূস স্টারলিংক এনেছেন আরাকান আর্মির জন্য। বিকালে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে বক্তব্য রাখেন তিনি। দেশের মানচিত্র ‘সংকুচিত’ নাকি ‘সম্প্রসারিত’ হবে এমন প্রশ্নও তোলেন মির্জা আব্বাস।
যদি সরকার সেনাপ্রধানকে রাখাইন করিডোর নিয়ে একটি বা একের অধিক পরিকল্পনা তৈরির নির্দেশ দিত এবং তা কিভাবে বাস্তবায়ন করা হবে সেই রূপরেখা প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করতে বলত তাহলে আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। আর এর ফলে সশস্ত্রবাহিনী ও সরকার যে এই দায়িত্বে একই পক্ষভুক্ত আছে তা-ও প্রমাণিত হতো।
মাছ শিকারে যাওয়া তিন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে জানান এক ইউপি সদস্য।
“চীন বিভিন্ন দেশের সাথে যখন সহযোগিতা করে, তারা নিশ্চয়ই তাদের নিজেদের স্বার্থ রক্ষা করতেই করে। কিন্তু, যার সাথে করে, তাদেরও স্বার্থ রক্ষা করার জন্য করে।”
“এই সীমান্ত আমাকে ম্যানেজ করতে হবে, রক্ষা করতে হবে, শান্তিপূর্ণ রাখতে হবে। এটাতো একটা আন্তঃসীমান্ত। এজন্য ওপারে যেই থাকুক, তার সঙ্গে আমরা যোগাযোগ রাখব,” বলেন তিনি।
“কিন্তু আমরা অথবা জাতিসংঘ কি মিয়ানমারের সরকার বা আরাকান আর্মির সাথে কথা বলেছে? না হলে চতুর্ভুজের দুইটা অংশ থাকলেতো হবে না, চারটা একসাথে হতে হবে,” বলেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির।
এই করিডোরের মাধ্যমে সহানুভূতির প্রবাহ যেমন তৈরি হতে পারে, তেমনি অসতর্ক হলে তা-ই হয়ে উঠতে পারে নতুন সংকট সূত্রপাতের কারণ।