Published : 03 Jun 2025, 09:52 PM
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক নব দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। যাদের তিন মাস আগে বিয়ে হয়েছিল বলে জানান স্বজনরা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে নিজ শয়ন কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানান পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী।
মৃতরা হলেন- ওই গ্রামের জাকিরুল ইসলামের ছেলে রাসেল মিয়া (১৮) ও তার স্ত্রী জুঁই খাতুন (১৫)। রাসেল মিয়া রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।
বেতকাপা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা বলেন, প্রেমের সম্পর্ক থেকে প্রায় তিন মাস আগে বিয়ে করেন রাসেল ও জুঁই। তাদের দাম্পত্য জীবনে কোনো দ্বন্দ্ব ছিল না বলে সবাই জানত।
রাসেলের মা রাশিদা বেগম বলেন, সোমবার তারা রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সকাল ৭টার দিকে তাদেরকে ঘুম থেকে জাগানোর জন্য ডাকাডাকি করেন তিনি।
কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ভেতরে উঁকি দিয়ে দেখেন, ঘরের বাঁশের আড়ার সঙ্গে রাসেল ও জুঁই ঝুলছে বলে জানান তিনি।
ওসি জুলফিকার আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের আত্মহত্যার কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।