Published : 31 Oct 2024, 12:12 PM
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় দুই ছিনতাইকারীর জনতার পিটুনিতে প্রাণ গেছে; যারা সম্পর্কে আপন ভাই বলে জানিয়েছে পুলিশ।
ভোলাহাট থানার ওসি শাহীনুর রহমান জানান, উপজেলার জামবাড়ীয়া-রহনপুর সড়কের খাপানিরবিল এলাকায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভোলাহাটের দুর্গাপুর কামার টোলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে ইয়াকুব (২২) ও আলমগীর (২৫)।
ওসি বলেন, “ছিনতাইকারীরা একটি অটোরিকশার নারী যাত্রীর কাছ থেকে বিশ হাজার এবং চালকের কাছ থেকে বারোশো টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এ সময় তাদের চিৎকারে আশপাশের পথচারী ও এলাকাবাসী তাদের ধাওয়া করে।
“এ সময় ছিনতাইকারীরা একটি আমগাছের ডালে উঠে পড়ে। পরে এলাকাবাসী তাদের গাছ থেকে নামিয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।”
নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।