Published : 24 Feb 2025, 10:14 AM
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চরজব্বর থানার ওসি শাহীন মিয়া জানান, রোববার গভীররাতে উপজেলার তোতার বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৪৭ বছল বয়সী মোজাম্মেল হোসেন মোজাম সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সদস্য।
পুলিশ বলছে, তিনি দুটি মামলার পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া ২০১৮ সালে সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সম্প্রতি তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।
৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন।
সোমবার দুপুরে মোজাম্মেলকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে বলে জানান ওসি শাহীন মিয়া।