Published : 25 May 2025, 07:46 PM
গাজীপুরে ‘মোবাইল ফোন চোর সন্দেহ’ এক মৌসুমী ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত হয়েছেন আরেকজন।
রোববার দুপুর সাড়ে ১২টায় মহানগরীর আমতলা (পারিজাত) এলাকায় এ ঘটনা ঘটে বলে গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ওসি সালাহ উদ্দিন জানান।
নিহত জুয়েল তালুকদার (৪৩) নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া বাজার এলাকার কছিমুদ্দিন তালুকদারের ছেলে। তিনি ছয় বছর ধরে আমতলা (পারিজাত) এলাকায় হোসেন আলীর বাসায় ভাড়া থাকেন।
জুয়েল আগে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পরে কিছুদিন তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এর মধ্যে তিনি মৌসুমী ফলের ব্যবসা শুরু করেছিলেন।
এ ঘটনায় গুরুতর আহত আব্দুল হক গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, শুক্রবার স্থানীয় একটি বাসা থেকে মোবাইল ফোন চুরি হয়। ওই বাসার লোকজন সিসিটিভি ক্যামেরার ভিডিও দেখে আব্দুল হকের মেয়েকে শনাক্ত করেন। রোববার সেই মেয়ে আবার ওই বাসায় যায়। তখন লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
এর সূত্র ধরে লোকজন জুয়েল তালুকদার ও আব্দুল হককে ধরে গণপিটুনি দেয়। এতে জুয়েল ঘটনাস্থলেই মারা যান।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি সালাহ উদ্দিন।