Published : 17 Jul 2024, 05:05 PM
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধের দুই ঘণ্টা পর যান চলাচলের জন্য ছেড়ে দিয়েছে শিক্ষার্থীরা।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে প্রশাসনের অনুরোধে বেলা সাড়ে ১২টার পর অবরোধ প্রত্যাহার করে মহাসড়ক ছেড়ে চলে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বর্তমানে এ পথ দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর আশরাফ জানান।
এর আগে সকালে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সেতু এলাকায় জড়ো হয়। জোকারচর থেকে শিক্ষার্থীদের একটি মিছিল সেতুর গোলচত্বরে যাওয়ার পথে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সামনে পুলিশি বাধার মুখে পড়ে। পরে বাধা উপেক্ষা করে মিছিলটি গোলচত্বরের দিকে যায়।
শিক্ষার্থীরা জানান, কোটা পদ্ধতি সংস্কার করা হোক। যতক্ষণ পর্যন্ত কোনো সুরাহা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। এ ছাড়া নিরহ শিক্ষার্থীদের যেভাবে হত্যা করা হয়েছে তার বিচার চেয়েছেন তারা।
ওসি আলমগীর বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেতু এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। প্রথমে শিক্ষার্থীদের মহাসড়ক ছেড়ে দিতে বলা হয়। এক পর্যায়ে তারা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন:
শিক্ষার্থীদের অবরোধে বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধ, ১০ কিলোমিটার জট
‘আর কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না’, জাফর ইকবালের অভিমানি চিরকুট
কোটা আন্দোলন: রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থী নিহত, আহত শতাধিক