Published : 27 May 2025, 01:47 PM
নেত্রকোণার মোহনগঞ্জে পরিত্যক্ত একটি স্কুল ভবনের কক্ষ থেকে এক অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার আদর্শনগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান।
নিহত ২২ বছর বয়সী অটোরিকশা চালক মো. ইদু মিয়া উপজেলার হাটনাইয়া কামারগাঁও গ্রামের আনজব আলীর ছেলে।
সে আদর্শনগর শিবির এলাকায় নানার বাড়িতে থাকত।
ওসি আমিনুল বলেন, “সোমবার রাতে ইদু তার ছোট ভাই ইয়াসিনের সঙ্গে ঘুমাতে যায়। এক পর্যায়ে ইদুর মোবাইল ফোনে একটি কল আসে। ফোনে কেউ তাকে তার টাকা নিয়ে বাইরে যেতে বলে।
“এরপর ইদু ঘর থেকে বের হয়ে যায় এবং আর ফিরে আসেননি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়রা ইদুর মরদেহ দেখতে পেয়ে খানায় খবর দেয়।”
প্রাথমিক তদন্তের বরাতে ওসি বলেন, লাশের গলা কাটার চিহ্ন রয়েছে। এই হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।