Published : 19 Oct 2024, 10:19 AM
নাটোরের নলডাঙ্গা উপজেলায় সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান মাধনগর ইউপির সদস্য মো. ফরিদুল ইসলাম।
মারা যাওয়া স্বপ্না বেগম (৩৫) নলডাঙ্গার পশ্চিম মাধনগর গ্রামের বাজেহালতি এলাকার মো. শাহাদ কাজীর স্ত্রী।
ফরিদুল ইসলাম বলেন, শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ঘরে কাজের সময় স্বপ্না বেগমকে সাপ কামড় দেয়। বাড়ির লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
সেখানে তার অবস্থার অবনতিতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও নলডাঙ্গার বাসিন্দা ফজলে রাব্বী বলেন, “ধারণা করা হচ্ছে বিষধর খৈয়া গোখরা সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। এ সাপ কামড়ের পর শরীর অবশ হয়ে আসে ও মুখ দিয়ে লালা ঝরে।”