Published : 26 Dec 2024, 07:58 PM
বান্দরবানের লামায় ত্রিপুরা পাড়ায় ১৭টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)।
উপজেলার সরই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পূর্ব বেতছড়া ত্রিপুরা পাড়ার এ ঘটনায় জড়িতদের তদন্তপূর্বক গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার বিকালে সংবাদ মাধ্যমে প্রেরিত সংগঠনটির কেন্দ্রীয় তথ্য, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুভাষ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়- নিজেদের গ্রামে গির্জা না থাকায় বড়দিনের আগে গ্রামবাসীরা পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়-স্বজনের বাড়িতে গেলে, সেই সুযোগে একদল দুর্বৃত্ত ঐ বাড়িগুলোতে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, তিন-চার বছর আগে একদল লোক পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের স্ত্রীর নামে উক্ত পাড়ার জায়গা ইজারা দেওয়া হয়েছে বলে জানান। সেই অজুহাতে ঐ লোকেরা জোরপূর্বক পাড়াবাসীদের উচ্ছেদ করেন এবং সেখানে একটি বাগান করেন।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দখলদাররা পাড়া ছেড়ে চলে যান। এরপর ১৯টি ত্রিপুরা পরিবার সেখানে এসে ঘর তৈরি করে পুনরায় বসবাস শুরু করেন।
গ্রামে গির্জা না থাকায় বড়দিন উপলক্ষে নতুন পাড়ার বাসিন্দারা ঘরবাড়ি খালি রেখে গত ২৪ ডিসেম্বর রাতে সবাই পার্শ্ববর্তী তংগঝিরি (টংগ্যাঝিরি) পাড়ায় যায়। আর এরই মধ্যে দুর্বৃত্তরা এসে অগ্নিসংযোগ করে বাড়িগুলো ভস্মীভূত করে দেয় বলে জানান হয় বিজ্ঞপ্তিতে।
বড় দিনের আগের রাতে এমন ন্যাক্কারজনক ঘটনায় দুর্বৃত্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর উপযুক্ত ক্ষতিপূরণসহ বাড়ির পুনঃনির্মাণের দাবিও জানিয়েছে পাহাড়ী ছাত্র পরিষদ।
আরও পড়ুন
ত্রিপুরা পাড়ায় অগ্নিসংযোগ: গ্রেপ্তার ৪
ত্রিপুরা পাড়ায় অগ্নিসংযোগ, 'তীব্র নিন্দা' প্রধান উপদেষ্টার কার্যা
পাহাড়ে ত্রিপুরা পাড়ায় পুড়েছে ১৭ ঘর, বাসিন্দারা ছিলেন বড়দিনের উৎসব