Published : 14 May 2025, 09:28 PM
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির উপজেলার সভাপতি নিহত হয়েছেন।
বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান।
নিহত মিয়াজুল হোসেন (৫০) ওই গ্রামের তোতা মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন ও নিহতের পরিবার জানায়, নাটাই দক্ষিণ ইউনিয়নের দুই গোষ্ঠীর মধ্যে অধিপাত্য বিস্তার নিয়ে অনেক বছর ধরেই বিরোধ চলে আসছে।
এক পক্ষের নেতৃত্বে আছেন সাবেক এক ইউপি সদস্য। অন্য পক্ষের নেতৃত্বে আছেন সাবেক ইউপি চেয়ারম্যান।
সোমবার রাত থেকে দুই গোষ্ঠীর মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।
বুধবার দুপুর দুইটার দিকে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ শুরু হয়।
বিকাল সাড়ে পাঁচটার দিকে নাটাই এলাকায় প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্যের পক্ষের মিয়াজুল হোসেন আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্ধ্যা ছয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সন্ধ্যা সোয়া ৬টার দিকে জরুরি বিভাগ থেকে সার্জারি ওয়ার্ডে নেওয়ার পথে তিনি মারা যান।
হাসপাতালের চিকিৎসক তাজুল ইসলাম বলেন, নিহতের শরীরের বুকের বাম পাশে আঘাতের চিহ্ন আছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।
সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, দীর্ঘদিনের গোষ্ঠীগত দ্বন্ধের জের এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।