Published : 11 Jul 2024, 05:30 PM
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুকুর খননের কাজে গিয়ে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সিদ্বেশরী গ্রামের এ ঘটনা ঘটে বলে সরাইল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রিয়াজ মোহাস্মদ জানান।
নিহতরা হলেন- ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে দোলোয়ার (২৫) ও আসাদ আলীর ছেলে মনসুর আলী (২৭)। তারা দুজন চাচাতো ভাই।
স্থানীয়দের বরাতে স্টেশন অফিসার রিয়াজ বলেন, সিদ্বেশরী গ্রামে হাসান আলী তার ধানি জমিতে পুকুর খননের কাজ করাচ্ছিলেন। পুকুরের জমিটি হাওর বেষ্টিত হওয়ায় দীর্ঘদিন ধরেই এই খনন কাজ চলছিল।
“সেখানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন মনসুর, দেলোয়ার ও আতিকুল। বুধবার রাত ১২টায় কাজের এক পর্যায়ে পুকুরটির বাঁধ ভেঙে পাশের জমিতে জমে থাকা পানি ঢুকে যায়। তখন খনন করা ১৫ ফিট পুকুরটি পানিতে ভরে যায়। সেই পানির প্রবাহে তলিয়ে যায় মনসুর, দেলোয়ার ও আতিকুল।“
রিয়াজ বলেন, “তবে আতিকুল পানির নীচ থেকে বের হতে পারলেও মনসুর ও দেলোয়ার বের হতে পারেননি। পরে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে কাউকে উদ্ধার করা যায়নি।
“বৃহস্পতিবার সকাল ৭টায় ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। চার ঘণ্টা উদ্ধার অভিযানের পর দেলোয়ার ও মনসুরকে মৃত অবস্থায় পানির নীচ থেকে বের করা হয়।”
এ বিষয়ে সরাইল থানার ওসি এমরানুল ইসলাম বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।