Published : 12 Mar 2025, 11:58 AM
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নয় জনকে আটক করেছে পুলিশ।
এ সময় বিক্ষুদ্ধ জনতা হোটেলের আসবাবপত্র মহাসড়কে নিয়ে আগুন ধরিয়ে দেয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদে মঙ্গলবার রাত ১০টা থেকে দুই ঘণ্টা অভিযান চালিয়ে হোটেল ‘হ্যাভেন ফ্রেশ’ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আট নারীসহ নয় জনকে আটক করেন তারা।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, অভিযানের পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা হোটেল হ্যাভেন ফ্রেশে ভাঙচুর চালায়। এক পর্যায়ে তারা হোটেলের আসবাবপত্র বের করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এনে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় হোটেলের নিচে থাকা দোকান মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা হোটেল বন্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় এক দোকানদার বলেন, “আমরা চাই অসামাজিক কার্যকলাপের আবাসিক এ হোটেল আজীবনের জন্য বন্ধ করা হোক।”
ভাঙচুর ও আগুন দেওয়ার প্রসঙ্গে কোনাবাড়ী থানার ওসি নজরুল ইসলাম বলেন, “অভিযান শেষ করে থানায় আসার পর শুনি, বিক্ষুব্ধ জনতা হোটেলে ভাঙচুর চালিয়ে আসবাবপত্রে আগুন ধরিয়ে দিয়েছে। তাৎক্ষণিক কোনাবাড়ী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।”
তিনি বলেন, “আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”