Published : 08 Mar 2024, 03:44 PM
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নিখোঁজের দুইদিন পর এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পশ্চিম নয়াকান্দী গ্রামের আনারপাড় সুইচ গেট সংলগ্ন মেঘনা নদীর শাখা নদী থেকে ভাসমান অবস্থায় তার গলাকাটা লাশ উদ্ধার করা হয় বলে গজারিয়া থানার ওসি মো. রাজিব খান জানান।
নিহত ৩৮ বছর বয়সী ডালিম দেওয়ান বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া এলাকার ইসমাঈল দেওয়ানের ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডালিম মালেশিয়া প্রবাসী ছিলেন। তিন বছর আগে তিনি দেশে ফিরে আসেন বলে স্ত্রী লিপি আক্তার জানান।
লিপি বলেন, “বুধবার বিকালে আমি বাইরে ছিলাম। ডালিম আমাকে ফোন করে বলে, তুমি তাড়াতাড়ি চলে আসো। পরে বাড়ি ফিরে তাকে পাইনি; ফোন দিলেও ধরেনি। এ রকম ডালিম প্রায়ই করতো বলে অতটা চিন্তা করি নাই।
“পরে রাতে ফোন দিলে বন্ধ পাই। বৃহস্পতিবার সকালে আবার ফোন করি। তখন তার ফোন খোলা ছিল, কিন্তু রিসিভ করেনি। আবার রাতে ফোন দিয়ে বন্ধ পাই।”
ডালিমের বড় ভাবি স্বপ্না আক্তার বলেন, “বুধবার সন্ধ্যায় কালো টিশার্ট ও প্যান্ট পরে ডালিম ঘর থেকে বের হয়।
আমরা ধারণা করছিলাম, হয়তো ওয়াজ মাহফিলে যাবে। কিন্তু এরপর আর সে বাড়ি ফিরে আসেনি। সকালে তার মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়।”
ডালিমকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা ওসি মো রাজিবের।