Published : 09 Mar 2018, 09:41 AM
শুক্রবার ভোরে আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধ হয় বলে আশুলিয়া থানার এসআই আবুল কালাম আজাদ জানান।
নিহত রুবেল হোসেন (২৭) টাঙ্গাইলের ঘাটাইল থানার লক্ষিণদার গ্রামের লাল মাহমুদের ছেলে।
এসআই আবুল কালাম আজাদ বলেন, গত ১৩ ফেব্রুয়ারি আশুলিয়ার শ্রীপুর এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকা থেকে টাঙ্গাইলগামী ধলেশ্বরী পরিবহনের একটি বাসে যাত্রীবেশে একদল ডাকাত ওঠে।
এক পর্যায়ে তারা বাসচালক শাহজাহান মিয়া ও তার সহকারী এবং সুপারভাইজারকে মারধর ও ছুরিকাঘাত করে।পরে আশুলিয়ার শ্রীপুর নিয়ে এসে যাত্রীদের নগদ টাকা ও মালামাল লুট করে পালিয়ে যায় তারা।
পরে স্থানীয়দের দেওয়া খবরে আহতদের উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বাসচালক শাহজাহানকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা হলে রুবেলসহ কয়েকজনকে আটক করে পুলিশ।
রুবেলের নামে বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতি একাধিক মামলা রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
আজাদ বলেন, “এ ঘটনায় জড়িত বাকিদের ধরতে শুক্রবার ভোরে টংগাবাড়ি এলাকায় রুবেলকে নিয়ে গোয়েন্দা পুলিশ অভিযানে যায়। এ সময় রুবেলের সহযোগীরা পুলিশের ওপর হামলা করে। জবাবে পুলিশও গুলি করলে রুবেল গুলিবিদ্ধ হন।”
তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রুবেলের বুকে গুলি লেগেছে বলে হাসপাতালের মেডিকেল অফিসার ফেরদৌসি আক্তার জানান।
তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই বলেন, ডাকাতদের হামলায় ডিবি পুলিশের এসআই তানভীর মোর্শেদ, এএসআই সেলিম মিয়া ও কনস্টেবল নয়ন আহমেদ আহত হয়েছেন। তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও গুলি উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।