Published : 11 Mar 2018, 01:41 PM
রোববার উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর যতিন গ্রামের পুকুর পাড় থেকে হরিণ দুটি স্থানীয়রা আটক করে বলে বনবিভাগের হাজিরহাট বিট কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান।
খবর পেয়ে বনবিভাগ হরিণটি দুটিকে উদ্ধার করে জংলারখাল সংলগ্ন সংরক্ষিত বনে ছেড়ে দিয়েছে বলে জানান তিনি।
বিট কর্মকর্তা শফিকুল বলেন, চরাঞ্চলের পানি লবণাক্ত হয়ে যাওয়ায় মিঠা পানির সন্ধানে প্রতিনিয়ত লোকালয়ে চলে আসছে মায়া হরিণ।
“হরিণ ধরা পড়ার খবর এলে দ্রুত ঘটনাস্থল গিয়ে তা উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হচ্ছে।”
এরআগে শুক্রবার রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর যতিন গ্রামের একটি পুকুর পাড় থেকে আরেকটি হরিণ আটক করে স্থানীয়রা। পরে রাতেই বনবিভাগ তা বনে ছেড়ে দেয়।