Published : 12 Jun 2018, 08:05 PM
মঙ্গলবার সকালে চাল বিতরণের সময় ওজনে কম দেওয়ার অভিযোগে সেখানে উপস্থিত উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমানকেও অবরুদ্ধ করে রাখে তারা।
উপকারভোগীরা জানান, মাঝারদিয়া ইউনিয়নে এক হাজার ৭৮৫ ভিজিএফ কার্ডধারীকে সকাল থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে চাল দেওয়া শুরু হয়।
প্রতি কার্ডধারীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ ও সচিব সাব্বির হাসান ৬-৭ কেজি করে চাল দেন বলে অভিযোগ তাদের।
চাল কম দেওয়ায় ইউপি চেয়ারম্যান ও সচিবকে পরিষদের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে তারা। এ সময় ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান উপস্থিত হলে তাকেও ঘেরাও করে রাখে তারা।
এ বিষয়ে সচিব সাব্বির হাসান বলেন, একটু সমস্যা হয়েছিল। পরে প্রশাসনের পক্ষ থেকে ট্যাগ অফিসারের উপস্থিতিতে চাল বিতরণ করা হয় বলেও জানান তারা।
সমবায় কর্মকর্তা আব্দুর রহমান বলেন, “আমি আসার আগেই এলাকাবাসী উত্তেজনার সৃষ্টি করে। পরে সঠিকভাবেই চাল বিতরণ করা হয়।”
ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ চাল কম দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, “এটি আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র।”
এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোবাশ্বের হাসান বলেন, চাল বিতরণে অনিয়মের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে ওই ইউনিয়নের ট্যাগ অফিসারকে পাঠিয়ে চাল বিতরণ করা হয়।
দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।