Published : 23 Jun 2018, 04:22 PM
নাছির উদ্দিন নামে ২৬ বছরের এই তরুণ প্রায়ই নিজের শরীরের বিভিন্ন জায়গায় ব্লেড দিয়ে কেটে ক্ষতবিক্ষত করেন আর বলেন, “এটা পরির কাজ।”
নাছির সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামের মোহাম্মদ সিরাজের ছেলেন। তার দুই পায়ের প্রায় সব জায়গায় কাটাচিহ্ন দেখা গেছে।
শুক্রবার নাছির কাবিলপুর গ্রামের সুফি মাজার এলাকায় বিদ্যুৎ টাওয়ারে ওঠার সময় স্থানীয়রা তাকে ঠেকানোর চেষ্টা করেন। কিন্তু নাছির তাদের ব্লেড দিয়ে কেটে দেন। পরে চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাফিজ উল্লাহ সোহেল বলেন, “নাছিরের হাত, পা, বুক, পিঠসহ সারা শরীরে অসংখ্য স্থানে পুরনো কাটাচিহ্ন রয়েছে। কথাবর্তা ও আচরণে তাকে মানসিক রোগী মনে হয়েছে।”
নাছিরের বাবা মোহাম্মদ সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে ডাক্তারের কাছে নিয়েছিলাম। ডাক্তার বলেছে মাথায় গণ্ডগোল আছে।”