Published : 25 Jul 2018, 05:57 PM
বুধবার দুপুরে উপজেলার সর্দারপাড়া গ্রামের এক আখ ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে দেওয়ানগঞ্জ থানার ওসি আমিনুল হক জানান।
নিহত শহীদ মিয়া (৪৫) ওই গ্রামের ইশর আলী বেপারীর ছেলে।
ওসি আমিনুল বলেন, শহীদ মিয়া গত ২২ জুলাই রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। দুপুরে ব্রহ্মপুত্র নদের পাড়ে একটি আখ ক্ষেতে তার মাটি চাপা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কী কারণে কারা তাকে হত্যার পর লাশ মাটিচাপা দিয়েছে তা জানাতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।