Published : 03 Sep 2018, 02:19 PM
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নোয়াখালী-ফেনী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে বলে সেনবাগ থানার ওসি মইন উদ্দিন আহমদ জানান।
নিহতরা হলেন- সেনবাগের মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের ইমান আলীর স্ত্রী ফিরোজা বেগম (৬০) ও তার ছেলে মো.মোহন (৩৫)।
আহতদের মধ্যে মোহনের স্ত্রী শিমু ও পাঁচ বছর বয়সী ছেলে মিরান এবং সেনবাগের ডুমুরিয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের সফি উল্লা মালিকের ছেলে মাসুদ আলমকে (৩৫) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, মুন্সির হাট এলাকা থেকে অটোরিকশাটি উত্তর রাজারামপুর গ্রামে যাচ্ছিল। পথে ঢাকা থেকে ছেড়ে আসা ফার্নিচার বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমখি সংঘর্ষ হয়।
“এ সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ফিরোজা ও মোহন নিহত হন।”
দুর্ঘটনার পর অটোরিকশা ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নেওয়া হলেও চালকেরা পলাতক রয়েছেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।