Published : 16 Nov 2018, 02:45 PM
উপজেলার দুর্গমচর এলাকার বাঁশগাড়ি গ্রামে বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে রায়পুরা থানার ওসি মো.মহসিন জানান।
নিহত তোফায়েল হোসেন (১৮) ওই এলাকার আবদুল্লাহ ফকিরের ছেলে। সে বাশগাড়ি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
আহতদের মধ্যে একই গ্রামের মামুন (২৫),সুমন (২৬) ও মির্জানগর গ্রামের সুজনকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর একই গ্রামের রফিকুল ইসলামকে (৩৫) নরসিংদী সদর হাসপাতাল এবং বাকি একজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, আধিপত্যা বিস্তারকে কেন্দ্র করে সাহেদ সরকারের দলের সঙ্গে সিরাজুল ইসলামের দলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছির। এ নিয়ে দুই পক্ষের মামলাও চলছে।
“এর জেরে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দুই দলের মধ্যে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া ,হাতবোমা বিস্ফোরণ, গোলাগুলি ও টেঁটাযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় মাথায় গুলি লেগে তোফায়েলের মৃত্যু হয়।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।