Published : 25 Jan 2019, 08:12 PM
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, উপজেলার বাঘাসুরা গ্রামের এখলাছ মিয়ার মেয়ে হাবিবা আক্তার (২০) ও আয়েশা আক্তারের (১০) ওপর এই হামলা হয়।
তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরিবারের সদস্যরা জানান, প্রায় ১০ মাস আগে ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সায়েক গ্রামের ছায়েদ আলীর ছেলে মুমিন মিয়ার সঙ্গে হাবিবার বিয়ে হয়। দিন ১৫ আগে পারিবারিকভাবে তাদের ছাড়াছাড়ি হয়েছে।
তারা জানান, বৃহস্পতিবার রাতে হাবিবা ও তার ছোট চার বোন এক বিছানায় ঘুমিয়ে থাকার সময় রাত ২টার দিকে কে বা কারা ঘরের গ্রিল ভেঙে তাদের ওপর এসিড ছুড়ে পালিয়ে যায়। চিৎকার শুনে পরিবারের সদস্য গিয়ে দগ্ধ দুই বোনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক সাইফুর রহমান সোহাগ বলেন, “হাবিবার মুখের প্রায় ৭০ শতাংশ ঝলসে গেছে। তার অবস্থা আশংকাজনক। এছাড়া ছোট বোন আয়েশার শরীরের বিভিন্নস্থানে এসিড পড়েছে। দুইজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”
এ ব্যাপারে পরিবার এখনও কারও বিরুদ্ধে অভিযোগ দেয়নি।
ওসি চন্দন বলেন, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। হামলাকারীকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হবে।