Published : 02 Sep 2019, 01:26 PM
সোমবার ভোরে উপজেলার সালুটিকর এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান।
নিহত ফজর আলীর (৩৫) বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়।
মনিরুজ্জামান বলেন, গোপন খবরে ঘটনাস্থলে একটি মাদকের আস্তানায় অভিযান চালায় র্যাব সদস্যারা।এ সময় মাদক বিক্রেতারা র্যাবকে লক্ষ্য করে গুলি করলে র্যাবও পাল্টা গুলি করে।
এক পর্যায়ে ফজর ঘটনাস্থলেই নিহত হন এবং বাকিরা পালিয়ে যায় বলে জানান এ র্যাব কর্মকর্তা।
তিনি বলেন, ফজর আলীর বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ২০টি মামলা ও শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে।